ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পুর্তি উপলক্ষে আজ ১ অক্টোবর সন্ধ্যায় ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়কে মশাল মিছিল পদক্ষিন করেন।
এই প্রতিবেদক কে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন জানান, দলবাজি-লুটপাট – শোষণ -ধর্মান্ধতা -সাম্প্রদায়িকতা- কূপমন্ডুকতা- অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। মশালের আলো জ্বেলে অন্ধকারে নিমজ্জিত বাঙ্গালী জাতীকে পথ দেখান। আলোকিত হোক বাংলাদেশ।
মুক্তির মুলমন্ত্র -সমাজতন্ত্রের পথ ধরুন
দেশব্যাপী মশাল মিছিল সফল করুন।
দৈনিক দেশতথ্য //এল//

Discussion about this post