Print Date & Time : 20 April 2025 Sunday 2:23 pm

ভেড়ামারায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

কামরুল ইসলাম মনা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে আজ দিনব্যাপী সচেতনতা দিবস পালন করা হয়। ১৯৫৬ সালের ২৮ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। দিবসটি উপলক্ষে আজ সোমবার বাডাসের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে ” ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত নানা কর্মসূচি গ্রহণ করেন। আজ সকাল ৯ টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ডায়াবেটিস চত্বরে এসে শেষ হয়।আলোচনা সভায় অত্র সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার-উল-আজিম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজীদ লোটাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, অত্র সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাচ্ছির। উপস্থিত ছিলেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য মাহাবুবুল আলম খান, পবন কুমার পন্ডিত, হাসান বীন মাহমুদ ঝন্টু, তরিকুল বাহার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্রনাথ বিশ্বাস।

দৈনিক দেশতথ্য//এল//