জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে তিন টা ইট ভাটার মালিককে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট(প্রসিকিউটর) মো. হাবিবুল বাসার। জানাগেছে, পশ্চিম বাহিরচরের এএমবি ব্রিকসের মালিক হাজী শরিফুল ইসলামকে ১ লাখ টাকা, বারো মাইল শিমুলতলার আরবিএফ ব্রিকসের মালিক মো. ইব্রাহিম খলিলকে ৮০ হাজার টাকা ও এমবিএফ ব্রিকসের মালিক মো. শাহীন আলীকে ৮০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, অবৈধভাবে এসব ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকায় ৩ টা ইট ভাটা মালিককে ২ লাখ টাকা ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post