ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করান ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকার। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল আহম্মেদ পিপুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনারা বেগম, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন সহ সাংবাদিকবৃন্দ।

Discussion about this post