Print Date & Time : 22 April 2025 Tuesday 9:53 pm

ভেড়ামারায় পলাতক আসামী গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি : শেষ রক্ষা হলো না মাদক মামলার পলাতক আসামী মহিদুল রাজার। অবশেষে ভেড়ামারা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ী রাজা দৌলতপুর উপজেলার পূর্ব ফিলিপনগর এলাকার আমজাদ রাজার পূত্র। তার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা সিন্ডিকেটের বিস্তর অভিযোগ।
জানা যায়, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত এর সার্বিক তত্ত্বাবধানে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে এস আই প্রকাশ রয় সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদে ভেড়ামারা থানার অভিযান পরিচালনাকারী টিম জানতে পারে, একটি নীল রং-এর দুধের ছানা বহনকারী জারকিনের মধ্যে ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ ফেন্সিডিল নিয়ে এক মাদক ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্য কোচষ্ট্যান্ডে অবস্থান করছে। এ সংবাদের ভিক্ততে গত মঙ্গলবার দুপুর ১২ টির দিকে পুলিশ ভেড়ামারা ঢাকা কোচষ্ট্যান্ড শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৮৩ বোতল ফেন্সিডিল ও এটি বহনকারী জারকিনটি উদ্ধার করে। অতি চতুর মাদককারবারী রাজা পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে মাদক সংশ্লিষ্ট পাচারকারী মহিদুল রাজার নাম। পলাতক আসামী দেখিয়ে রাজার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয় ভেড়ামারা থানায়। আসামী রাজাকে গ্রেফতারে মাঠে নামে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম। বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী রাজা কে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ। পরে তাকে ভেড়ামারা থানার মাদকের মামলা নম্বর ১৪, ১৭ /৮/২০২১ তারিখে রুজুকৃত মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।