ভেড়ামারায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাক প্রতিবন্ধী দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধীর ভাই ভাই ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভেড়ামারায় দুই সন্তানের জনক রফিকুল (কাঠ ব্যবসায়ী) বাক প্রতিবন্ধীকে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। বিষয়টি জানাজানি হলে প্রতিবন্ধীকে শারীরিক নির্যাতনের পর জীবন নাশের হুমকি দিচ্ছে রফিকুল ও তার পরিবার। এ বিষয় টি নিয়ে একটি মহল ধামাচাপা দিতে মরিয়া। ভুক্তভোগীকে দ্বারে দ্বারে বিচারের জন্য ঘুরতে দেখা যায়।
ভুক্তভোগীর ভাই জানান, তিনি ঢাকায় চাকুরী করেন। সংবাদ পেয়ে বাড়িতে আসেন। স্থানীয় নেতৃবৃন্দের কথামত বিচারে বসেও সুরাহ হয়নি। তারা মামলা করতেও দিচ্ছেনা। আমি বাড়িতে থাকিনা।
জানা যায়, ভুক্তভোগী প্রতিবন্ধীর ভাই বাদী হয়ে ০১। মোঃ রফিকুল ইসলাম ওরফে রাপু (৪৬), পিতা-মৃত তৈমুদ্দিন মন্ডল, সাং-পূর্বসাতবাড়ীয়া (মাজার রোড), ধরমপুর, জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন।
তিনি বলেছেন, বাড়ির সামনেই অভিযুক্ত রফিকুলের কাঠের ব্যবস্যার দোকান আছে। তার বাক প্রতিবন্ধি বোন এস.এস.সি পরিক্ষার্থী। রফিকুল তার প্রতিবন্ধী বোনকে মোবাইল ফোনে পর্নগ্রাফী ভিডিও দেখিয়ে আসক্ত করে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক শারীরিক সম্পর্ক তৈরী করে। এতে তার বোন পাঁচ মাসের গর্ভবতী হয়ে যায়। এরপর তাকে ভয় দেখিয়ে জোর পূর্বক গর্ভপাত করায়।
এ বিষয়ে ভেড়ামারা ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। , দোষীদের কে বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা।
জা// দেশতথ্য// ১৭ অক্টোবর ২০২২//

Discussion about this post