কুষ্টিয়া ভেড়ামারায় মরহুম এ্যাডভোকেট মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় বিলশুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে ইকবাল স্পোর্টিং ক্লাব কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসিব স্পোর্টিং ক্লাব। বিলশুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয় গত ১৮ই আগষ্ট-২৩।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প প্রকৌশলী ও ব্যবস্থাপনা (কুয়েট) সহকারী অধ্যাপক ড. মো: রফিকুজ্জামান রোকন, বাহাদুরপুর বিজিএম কলেজের প্রভাষক হেলালুর রহমান, বিশিষ্ট ব্যপসায়ী মাহাফুজুল হক মিলন, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা আলি হাসান সনি।
অতিথিরা বলেন, বর্তমানে মোবাইল গেমস শিশু কিশোরদের বিপথে নিয়ে যাচ্ছে। আজকের শিশু কিশোরকে সঠিক পথে নিতে হলে খেলারধুলার কোন বিকল্প নেই। তাই খেলাধুলার মাধ্যমে শারীরিক-মানসিক বিকাশ সম্ভব। এই লক্ষ্যে ফুটবল খেলা থেকে শুরু করে অন্যান্য সকল খেলাধুলায় অধিক গুরুত্ব দিতে হবে।
স্থানীয়ভাবে আরো বেশি বেশি খেলাধুলার আয়োজনে ভূমিকা রাখুন। সেই সাথে যারা টুর্নামেন্ট খেলাটি বাস্তবায়নের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি ও পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post