Print Date & Time : 1 July 2025 Tuesday 5:39 pm

ভেড়ামারায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: ভেড়ামারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী ভেড়ামারা শাখা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, উপজেলা প্রশাসন , থানা প্রশাসন, অঙ্গ সংগঠনসহ সর্ব স্তরের মানুষ পুষ্প অর্পণ করেন। দিন ব্যাপী নানা আয়োজন করেছেন বিভিন্ন সংগঠন।
দুপুর ১২টায় ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বসাধারণের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//