ডাঃ কামরুল ইসলাম মনা : ভেড়ামারা উপজেলার মসলেমপুর ও মসলেমপুর ব্যারেজ এলাকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীনদের জন্য যেসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে তারা নানাবিধ সমস্যার মধ্যে দিনাতিপাত করে চলেছেন।
পলি ৫১ নং ঘর সে জানান তার ঘরের মেঝে উপড়ে কলা গাছ বের হচ্ছে এবং সবার মেঝে নষ্ট হয়ে চলছেন। বিষয় টা সরেজমিনে ঘুরে তার সত্যতা মেলে। সত্যি প্রায় ঘরের মেঝে ফেটে মাটি বের হয়ে গিয়েছে, কলা গাছ মেঝে থেকে উঠছে, বৃষ্টির পানি ঘরে ঢুকছে, রান্নার সমস্যাসহ পার্শ্ববর্তী জমিয়ালাদের অত্যাচারের কথা কান্না জড়িত কন্ঠে জোসনা, টুলু সহ অনেকে জানান। রাস্তায় তারা নিজেরা মাটি দেয়ার পরও বৃষ্টি হলেই সমস্যা। পানি বের হওয়ার ব্যবস্হা না থাকায় তারা নানাবিধ সমস্যার কথা এই প্রতিবেদক কে জানান। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার কে বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন ভুক্তভোগীরা।

Print Date & Time : 20 April 2025 Sunday 5:22 am