ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এবারের বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা। ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

Discussion about this post