কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে “ডায়বেটিস সেবা দিবস” উপলক্ষে ভেড়ামারা ডায়াবেটিক সমিতি, ভেড়ামারা, কুষ্টিয়া ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর যৌথ উদ্যোগে আজ ৭ সেপ্টেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার বিনামূল্যে লেন্স সংযোজন ও বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান চলছে।
বিনামূল্যে চক্ষু সেবা পরিদর্শন করেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস, ডায়াবেটিস সমিতির সমিতির প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডাঃ কামরুল ইসলাম মনা, ডায়াবেটিস সমিতির সমিতির প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মদন গোপাল আগরওয়ালা প্রমূখ।
শত শত রুগীকে সেবা নিতে দেখা যায়। যারা চোখের ছানি অপারেশন করবে তাদের কে আজ দুপুর ২ টার সময় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর নিজস্ব গাড়িতে করে খুলনায় নিয়ে যাবে এবং অপারেশন করার পর পুনরায় তাদের গাড়ি রুগীদের কে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে রেখে যাবেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ সেপ্টেম্বর ২০২৩