ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত গতকাল রবিবার সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে তিনি আরো বলেন, জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সকল সাংবাদিক কে গণসচেতনতা সৃষ্টিতে আহবান জানান। আলোচনা সভায় অত্র প্রেসক্লাবের প্রায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post