কামরুল ইসলাম মনা, ভেড়ামারা (কুষ্টিয়া) : আজ ১ মার্চ জাতীয় বীমা দিবস। ভেড়ামারা উপজেলা পরিষদের আয়োজনে ভেড়ামারার সকল বীমা কোম্পানিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। সারা দেশের মতো ভেড়ামারাতে ও বীমা দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে ভেড়ামারায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।
প্রধান অতিথি কমিশনার ভূমি রেকসোনা খাতুন তার বক্তব্য বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকল বীমা কোম্পানির প্রতিনিধিদের দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বলেন, মাঠে অনেক বীমা কোম্পানির কাজ লক্ষ করি কিন্তু উপস্থিতি মাত্র ৬ টা বীমা কোম্পানি এটা দুঃখ জনক। সকল বীমা কোম্পানির প্রতিনিধিদের অনুরোধ করেন যাদের বীমার মেয়াদ শেষ হওয়ার পর ও হয়রানির শিকার হচ্ছে অবিলম্বে তাদের টাকা দেয়ার জন্য অনুরোধ জানান। এ সময়ে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সানলইফ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জীবন বীমা কর্পোরেশন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//