Print Date & Time : 8 May 2025 Thursday 10:01 am

ভেড়ামারায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

কুষ্টিয়া ভেড়ামারায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (১০শে জুলাই) উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, ইউসিবি ব্যাংকের ভেড়ামারা শাখা ব্যবস্থাপক মো.সাইবুর রহমান, সহকারী কর্মকর্তা সুপন কুমায় রায় প্রমুখ।

ভেড়ামারা ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.সাইবুর রহমান বলেন, সারাদেশে নির্বাচিত ৫০ উপজেলাকে মডেল এলাকা হিসাবে গড়ে তুলতে এক হাজার বৃক্ষ রোপণ করা হবে। রোপণকৃত গাছের মধ্যে- তালগাছ, মেহগনি, কৃষ্ণচূড়াসহ অনান্য বৃক্ষ রয়েছে বলে তিনি জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৩