ডাঃ কামরুল ইসলাম মনা: কুষ্টিয়ার ভেড়ামারা পৌর ও রেলবাজারে ৬ মামলায় ২৪০০০/- হাজার টাকা অর্থ দন্ড ও ৮২ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন জানান, গতকাল রবিবার মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায় কোন দোকানে চলমান বাজার মূল্যের কোন মূল্য তালিকা নেই। এমনকি খোলা ও ময়লা পরিবেশে ভোজ্য তেল বিক্রয় করা হচ্ছে এবং সকল খাবার সয়াবিন তেল বিক্রয় হচ্ছে প্রতিটা বোতলের গায়ে কোম্পানি থেকে নির্ধারিত মূল্যের মার্কা কালো কালি ও সিরিজ কাগজ দিয়ে উঠিয়ে। এ বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞেস করা হলে তারা কোন উত্তর বা কোন নির্দিষ্ট তথ্য দিতে পারেন নাই। বিধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক পিকলু,মাসুদ,মিথুন,মামুন ও সাগড় স্টোরসহ ৬ মামলায় ২৪০০০/- হাজার টাকা অর্থ দন্ড ও ৮২ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন আরো বলেন, অভিযানে মোট ১৫/২০ টি দোকানের মধ্যে ৬টি দোকানের এমন তেলের মূল্য মুছে ফেলা দেখা যায়। এ ক্ষেত্রে সাধারণ জনগণ ও সাধারণ ব্যবসায়ী গুলো চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাজারে তেলের মূল্য সঠিক মাত্রায় রাখতে ও জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post