Print Date & Time : 22 August 2025 Friday 4:08 pm

ভেড়ামারায় মডেল মসজিদ উদ্বোধন

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেন।

ভেড়ামারায় মসজিদ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন।\

দৈনিক দেশতথ্য//এসএইচ//