কুষ্টিয়া ভেড়ামারায় মহিলা সরকারী কলেজের
প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, গুণীজন, সজ্জন শিক্ষক
আব্দুর রাজ্জাক রাজা’ র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০ ঘটিকায় ভেড়ামারা মহিলা সরকারী কলেজ সংলগ্ন মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কুষ্টিয়া বিএমএ ও নাগরিক কমিটির সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এএসএম মুসতানজিদ লোটাস, কুষ্টিয়া মেডিকেলের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ বাচ্চু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ, কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্হিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুন ২০২৩