কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাতৃত্ব কালীন কার্ডের জন্য FWV তহুরা মেডাম এবং FPI জামিল বিভিন্ন গর্ভবতী মহিলাদের নিকট থেকে ২০০/৫০০/৭০০ টাকা করে নিয়ে কার্ড করে দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে FWV তহুরা মেডাম এবং FPI জামিল কে ভুক্তভোগীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উভয় অস্বীকার করেন।
ধরমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রুগীরা বসে থাকলেও নেই কোন চিকিৎসক। ধরমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তুহিন মহোদয় কে হাসপাতালে খুজে পাওয়া না গেলে FPI জামিল এর নিকট জানতে চাইলে তিনি বলেন স্যার হাসপাতালে মাসিক মিটিং এ গেছেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের অনুসন্ধানী প্রতিবেদক টিম তাৎক্ষণিকভাবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিলে কর্তব্যরত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারেন যে আজ কোন মাসিক মিটিং নেই। এমনকি চিকিৎসক তুহিন মহোদয় ও আজকে হাসপাতালে আসেননি।
মাননীয় প্রধানমন্ত্রী পল্লী অঞ্চলের মানুষের সেবার জন্য ঘরের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার জন্য কেন্দ্র গুলো তৈরি করলেও কর্তব্যরত চিকিৎসকরা সময়মত অফিস না করায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
এলাকাবাসী এবং হাসপাতাল সূত্রে জানা যায় তুহিন মহোদয় প্রায় সময় এমন অনুপস্থিত থাকে। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগণ ও ৩ দিন গিয়ে ও তার সাথে দেখা মেলেনি।
উপরোক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ জানুয়ারি ২০২৩