Print Date & Time : 7 May 2025 Wednesday 8:46 am

ভেড়ামারায় মাদক সহ ব্যবসায়ী আটক

কুষ্টিয়া ভেড়ামারায় মাদক সহ একজন ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মুহসীন আল মুরাদ এর তত্ত্বাবধানে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহিরের নির্দেশে এস.আই (নিরস্ত্র) আশরাফুল আলম সংগীয় অফিসার এএসআই (নিঃ) শফিউল্লাহ ও ফোর্সের সহায়তায় কুষ্টিয়া সদর থানার মোল্লা তেঘরিয়া চৌড়হাস গ্রামের মৃত বয়ান আলী ছেলে মাদক ব্যবসায়ী তমিজ উদ্দিন (৪৫) কে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া ০২ নং সংলগ্ন ব্রিজ এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-০৭, তাং- ১৫/১০/২০২৩ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১৯ (ক) রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ অক্টোবর ২০২৩