Print Date & Time : 4 May 2025 Sunday 8:13 pm

ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

কুষ্টিয়া ভেড়ামারায় মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা চত্বরে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী জাতীয়করণের দাবিতে মানববন্ধন সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ মানববন্ধনে ভেড়ামারার মোট ৩২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন, আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সান্টু, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইস্কান্দার আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। মানববন্ধন সভা চলাকালীন সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালাবদ্ধ রাখতে দেখা যায়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ জুলাই ২০২৩