Print Date & Time : 20 July 2025 Sunday 10:26 pm

ভেড়ামারায় মোবাইল কোর্টে অর্থদণ্ড

কুষ্টিয়া ভেড়ামারায় মোবাইল কোর্টে অভিযান চালিয়ে ১২০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৪শে জুলাই) দুপুরে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে বাল্যবিবাহ নিরোধ ও গোলাপনগর বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করা হয়। এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের অভিভাবককে ৮০০০/- (আট হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে বরপক্ষের কোন লোকজন উপস্থিত ছিলেন না। এছাড়া গোলাপনগর বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে রনি ট্রেডাসকে ৪০০০/- (চার হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই পরিচালিত মোবাইল কোর্ট আদালতে সর্বমোট ১২০০০/- (বারো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কুচিয়ামোড়া পুলিশ ফাঁড়ির টিম এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুলাই ২০২৩