Print Date & Time : 11 September 2025 Thursday 5:19 pm

ভেড়ামারায় যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া ভেড়ামারার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে শোভন গং সহ সকল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে এবং অস্ত্র উদ্ধার করতে হবে অন্যথায় হরতালসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলাইমান কাউন্সিলর, শিশির মনির, ছাত্র লীগের সভাপতি প্রাইম প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে ভেড়ামারা উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩