Print Date & Time : 21 April 2025 Monday 6:47 pm

ভেড়ামারায় যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সম্মেলন

ভেড়ামারায় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

২২ মার্চ বুধবার দুপুরে রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আবদুল মজিদ বাহিরচর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক।

রহিমা আফসার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম বাচ্চু, ক্যাপ্টেন আফজাল, আতিয়ার রহমান উস্তাদ প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ আব্দুল মুন্নাফ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মার্চ ২০২৩