Print Date & Time : 17 July 2025 Thursday 12:22 pm

ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ামোদি শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১লা জুন) সকালে আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হক নিজ অর্থায়নে উক্ত বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের ফুটবল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মোফাজ্জল হক জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করতে এমন সামান্য প্রচেষ্টা। তবে এমন ফুটবল বিতরণসহ সাধারন মানুষকে সাধ্যমত বিভিন্নভাবে সহযোগিতার মধ্য দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার আশা ব্যাক্ত করেন এই আওয়ামী লীগ নেতা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ জুন ২০২৩