Print Date & Time : 7 May 2025 Wednesday 8:31 am

ভেড়ামারায় শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

কুষ্টিয়ার ভেড়ামারায় পরমেশ্বর মহাঅবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ শোভাযাত্রা র‍্যালি সকাল ১০ টায় শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রঘুনাথ মন্দিরে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার সহ সভাপতি গোপাল চন্দ্র পন্ডিত এর সভাপতিত্বে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা কমিটির সহ সাধারন সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা উপজেলা সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) প্রদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক কমল কৃষ্ণ শর্মা, ভেড়ামারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য, ভগবান চন্দ্র সিংহ রায়, ড. অমরেন্দ্র নাথ, গৌতম কুমার কুন্ডু, নন্দ দুলাল কু্ন্ডু, সঞ্জয় বিশ্বাস, উত্তম দেবনাথ, প্রদীপ অধিকারী, পলাশ দেবনাথ, মদন কুমার আগরওয়ালা, রতন ঘোষ, নিমাই দেবনাথ, বিপ্লব কুমার কর্মকার, সুজয় সরকার প্রমূখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ সেপ্টেম্বর ২০২৩