কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষার্থীদের থেকে বিভিন্ন রকমের ভর্তি ফি নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন নেই অভিযোগ এনে যথাযথ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রলীগ (জাসদ)।
রোববার সকালে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ভেড়ামারা সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে থেকে ভর্তির সময় বিভিন্ন ফিস নেওয়া হয়। এগুলোর মধ্যে ছাত্র সংসদ, ম্যাগাজিন, চিকিৎসা সেবা, লাইব্রেরি ব্যবস্থাপনা, ধর্মীয় অনুষ্ঠান, বিজ্ঞান ক্লাব, ওয়েবসাইট, সফটওয়্যার ও ডিজিটাল আইডি কার্ড এবং ল্যাবরেটরী। এসবের কোনটাই কলেজে যথাযথ বাস্তবায়ন বা কার্যক্রম নেই। অথচ নিয়মিত ফিস নেওয়া হচ্ছে। ফিস নেওয়া এসবের পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি সাজেদুল ইসলাম তুহিন। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, কলেজ শাখার আহবায়ক মামুন হোসেন, সদস্য শাহরিয়ার আহমেদ মিথুন প্রমুখ। প্রধান অতিথি জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন বলেন, কালেজ ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই, অথচ ফিস নেওয়া হচ্ছে। মানবিক ও বানিজ্য শাখা থেকে ল্যাবরেটরী ফিস নেওয়া হচ্ছে। এছাড়াও ডিজিটাল আইডি কার্ডের জন্য ফিস নেওয়া হয়। অথচ ডিজিটাল আইডি কার্ড দেওয়া হচ্ছে না। ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের কাছ থেকে ফিস নেওয়া হলেও এখনো শিক্ষার্থীরা কার্ড পায়নি বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহা. খলিল উল্লাহ বলেন, কার্যক্রম না থাকলেও যেদিন কার্যকর হবে সেই দিন এসব ফান্ডের টাকা কাজে লাগানো হবে। এ টাকা তসরুপ করার কোন সুযোগ নেই। তাছাড়া তাঁদের অভিযোগ সব সত্য নয়।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২২ জানুয়ারি ২০২৩

Discussion about this post