Print Date & Time : 5 July 2025 Saturday 12:01 pm

ভেড়ামারায় সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় “সাইবার নিরাপত্তা বিষয়ক” এক সেমিনার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইসিটি অধিদপ্তর কর্তৃক স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান। উক্ত সেমিনারে প্রক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//