জাহিদ হাসান, ভেড়ামারা: (কুষ্টিয়া): ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ব্রিজ হতে হিসনা ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসনে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ভেড়ামারা ডাকবাংলো চত্বরে পৌর পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা হয়।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের সভাপতিত্বে প্যানেল মেয়র নাঈমুল হক ও কাউন্সিলর সোলায়মান মাষ্টার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামীলের সাবেক কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম নবাব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন, ভেড়ামারা নাগরিক কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক খন্দকার বোরহান উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে প্যানেল মেয়র ২ আসাদুজ্জামান টমা, মিজানুর রহমান ডাবলু, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আশরাফুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব মাহবুল আলম বিশ্বাস, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও কাউন্সিলর সোলাইমান মাস্টার, যুগ্ম আহবায়ক মনিরুল হাসান শিশির, যুবলীগ নেতা কারিবুল ইসলাম রনি, নাগরিক কমিটির সভাপতি ও শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব আসাদুজ্জামান আসলাম, পরিপাটি নগরীর সভাপতি আলী হাসান সনি, ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন, প্যানেল মেয়র ২ আসাদুজ্জামান টমা, ফিরোজ আলী মৃধা, প্যানেল মেয়র ৩ রোকেয়া খাতুন, কাউন্সিলর মেহেদী হাসান সবুজ, নজরুল ইসলাম নজু প্রমুখ।
আলোচনা সভায় মেয়র আনোয়ারুল কবির বলেন, পৌরসভার ৩ নম্বর ব্রিজ হতে হিসনা ব্রিজ পর্যন্ত ড্রেন, ফুটপাতসহ প্রধান সড়ক প্রশস্তকরণ ও যানজট নিরসন করতে হলে ব্যবসায়ী, দোকানদারদের এগিয়ে আসতে হবে। ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা ছাড়া চারলেন রাস্তা নির্মাণ বাস্তবায়ন সম্ভব নয়। জনস্বার্থে রাস্তা প্রশস্ত করা জরুরি। এটি বাস্তবায়ন না হলে আগামীতে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তিনি জানান।