Print Date & Time : 26 August 2025 Tuesday 6:22 am

ভেড়ামারায় ২৭ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া, ভেড়ামারা হাসপাতালের টিএইচও নুরুল আমিন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত নান্নু খান, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক প্রমুখ।
অতিথিবৃন্দ ২৭ টি গৃহহীনদের হাতে গৃহের দলিলপত্র ও ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রেকসোনা খাতুন।

দৈনিক দেশতথ্য//এল//