জাহিদ হাসান, কুষ্টিয়া:
ভেড়ামারায় ধরমপুর ইউনিয়নের প্রায় ২ শতাধিক অসহায় দুস্থ মহিলাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৭ টায় ভেড়ামারা সাতবাড়ীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে জাহাঙ্গীর হোসেন মজনু ও হাজী নজরুল ইসলামের বাড়ীতে আনুষ্ঠানিক ভাবে এই অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ধরমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেলিম মেম্বর, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন, জাপানী টমিনি গ্রুপের মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, রিজিয়া খাতুন, জেসমিন আক্তার, রত্না পারভীন প্রমূখ। টমিনি গ্রুপের কর্মকর্তাগন জানান, আমরা অতিদ্রুত ধরমপুর ইউনিয়নের মধ্যে ১ টি স্কুল, ১ টি বৃদ্ধা শ্রমসহ কর্মহীন বেকার যুবকদের কর্মসংস্থান ব্যাবস্থায় কাজ করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post