Print Date & Time : 25 August 2025 Monday 2:48 pm

ভেড়ামারায় ২ হাজার মাক্স বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও পৌর মেয়র’র পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যলয়ে প্রেসক্লাব, সকল ক‌লেজ, স্কুল ও মাদরাসায় ২ হাজার মাক্স বিতরণ করেন।

মাক্স বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জাব্বার,পশ্চিম বাহির চর বার মাইল দাখিল মাদরাসার সুপার মাসুদ করিম, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই সিদ্দিকী, হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃজিবুর রহমান প্রমুখ।#