Print Date & Time : 10 May 2025 Saturday 6:53 pm

ভেড়ামারায় ৫ মাদকসেবির কারাদণ্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার৫ মাদকসেবিদের কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদন্ড কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ দুপুরে ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ভ্রাম্যমাণ আদালতে এ কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডিতরা হলেন, ১. বিপ্লব হোসেন (২৭) পিতা- আজম হোসেন, কুচিয়ামোড়া, ভেড়ামারা, কুষ্টিয়া, ২. কালু শেখ (৩০) পিতা- রাজা শেখ সাং – মসলেমপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, ৩. খোকন আলী( ২১) পিতা – শহিদুল ইসলাম, ৪. কানু(৪৮) পিতা – মৃত রিয়াজ উদ্দিন, , ৫. রবিন (২২) পিতা- জহির উদ্দিন সর্ব সাং বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া।

দৈনিক দেশতথ্য//এল//