ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ৩য় বর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা এবং সভা শেষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় জাসদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলউল্লাহ্, কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সবুজ, সাধারণ সম্পাদক ও দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক নাজমুল হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম, ভেড়ামারা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় আলহেরা একাডেমির অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, সাংবাদিক ওলিউল ইসলাম ওলি, আজিজুল হাকিম, ইসমাইল হোসেন বাবু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সুস্থ ধারার সাংবাদিকতায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগনের ভূয়সী প্রশংসা করেন। ঐক্যবদ্ধ হয়ে থাকারও আহবান জানান।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বলেন, মেধা, সততা অার সাহসীকতা নিয়ে সাংবাদিকদের দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং ভেদাভেদ ভুলে এক থাকার আহবান জানান।
৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ”।
কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব একটি শক্তিশালী প্রেসক্লাব। একঝাক তরুণ উদীয়মান সাহসী সাংবাদিক নিয়ে সফলভাবে কাজ করে যাচ্ছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবসহ সকলকে ধন্যবাদ জানান।
ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল মান্নান ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধতার আহবান জানান।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ভেড়ামারা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মিটু মৃধা বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে ভেড়ামারার সকল সাংবাদিকদের কে একত্রে পেয়ে খুশী হন এবং একই ভাবে সকল কে এক প্লাটফর্মে কাজ করার আহবান জানান।
দৈনিক দেশতথ্য//এল//