Print Date & Time : 23 August 2025 Saturday 7:17 am

ভেড়ামারা উপজেলায় শুভেচ্ছা স্মারক প্রদান ও শিখন বিনিময় অনুষ্ঠান

ভেড়ামারা প্রতিনিধি ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহায়তায়“শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যাণে উপযুক্ত পরিবেশ সৃষ্টি” প্রকল্পের অধীনে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১:০০ ঘটিকায় কন্যা সন্তানদের শিশু বিবাহ না দিয়ে শিক্ষায় এগিয়ে নেওয়ায় পরিবারকে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ভেড়ামারা, আহসান আরা, প্রাথমিক শিক্ষা অফিসার,ভেড়ামারা। আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি আলোচনায় অংশ নেন রেবেকা খাতুন,সহকারী শিক্ষক,ভেড়ামারা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, সানজিদা খাতুন, শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারী কলেজ, লিজা খাতুন, শিক্ষার্থী, ভেড়ামারা ডিগ্রী কলেজ।আলোচকবৃন্দ সমাজের নেতিবাচক কথাকে অগ্রাহ্য করে নিজেদের কন্যা সন্তানকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হতে আহবান জানান। সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রকিবুল ইসলাম ,উপজেলা সমন্বয়কারী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সালমা খাতুন, মোঃ আরিফুল ইসলাম ও ওয়াজেদ আলী, ইউনিয়ন ফ্যাসিলিটেটর, শিশু বিবাহ নিরসন প্রকল্প।