ভেড়ামারা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা শাখার জনসংযোগ বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সভাপতি ও ভেড়ামারা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নবীর উদ্দিন নবীর আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……. রাজেউন)। ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর মালিথাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ্ মাঠে নামাজে জানাযা শেষে মরহুম নবীর উদ্দিন নবীরকে সেখানেই দাফন করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা সাধারন সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ।

Discussion about this post