ভেড়ামারায় মাদকসহ ৬ জন কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই প্রতাপ কুমার সিংহ সংগীয় ফোর্স নিয়ে ভেড়ামারা থানাধীন ৩ নং বাহিরচর ইউপির পশ্চিম বাহিরচর ১২ মাইল হঠাৎ পাড়াস্থ মোঃ আজিজ মন্ডল(৪৫), পিতা- মৃত মোজাম্মেল মণ্ডলের লিচু বাগানের মাঝখানে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদ তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত নির্দেশক্রমে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংগীয় অফিসার ফোর্সসহ নিয়ে অভিযান চালালে নিম্ন লিখিত ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আসলেন উদ্দিন (৩৮), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-১২ মাইল(পূর্বপাড়া),মোঃ শাহিদুল হক (৪০), পিতা-মৃত আজিজুল হক, সাং-১২ মাইল(টিকটিকি পাড়া),মোঃ আসাদুল ইসলাম (৩৫), পিতা- মৃত তাছের উদ্দিন, সাং-১২ মাইল (মুসল্লিপাড়া), মোঃ আনারুল খাঁ (৩৫), পিতা- আব্দুল মজিদ খাঁ, সাং-১২ মাইল (আনেসপাড়া) মোঃ বাবু শেখ(৪০), পিতা- মৃত মছন শেখ, সাং-১২ মাইল (টিকটিকি পাড়া) ও মোঃ শামীম বাগজা (৩৬), পিতা- মোঃ
তৈয়ব আলী বাগজা, সাং-১২ মাইল (ওহেদপুর), সর্ব থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এবং গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দকৃত আলামত ১২৪ ওিচ ট্যাপেন্টা সহ গ্রেপ্তার।
এবিষয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের কে কারাগারে পাঠানো হয়েছে।

Discussion about this post