কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে ২ নং প্লাটফর্ম এর উত্তর-পূর্ব সাইডে বাউন্ডারি না থাকায় অরক্ষিত। রাত্রে যাত্রীরা ভয় পায় এবং ছোট খাটো অপ্রীতিকর ঘটনা ও ঘটে চলেছে। বাউন্ডারি না থাকায় সবার অবাধ বিচরণ। এবিষয়ে স্টেশন মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে বাউন্ডারি না থাকায় সাধারণ যাত্রীদের সমস্যা হয়। রেলওয়ে পুলিশ কম থাকায় ঝুঁকি রয়ে যায়।
বাউন্ডারি এর জন্য উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে। দিনে প্রাইভেট ছাত্রী এবং যাত্রীরা নানাভাবে হয়রানি হয়ে চলেছে। ভুক্তভোগী মাসুদ বলেন, কলেজ শেষ করে আমি আমার বন্ধুদের সাথে আসছিলাম কয়েকজন ব্যক্তি আমার মোবাইল কেড়ে নেই এবং বলে আমি নাকি প্রেম করতে আসছি বলে নানা বাজে মন্তব্য করে এবং কিল-ঘুষি মেরে পকেট থেকে টাকা নিয়ে নেই। পরবর্তীতে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে মোবাইল ফিরে পায়।
আব্দুল রশিদ জানান আমি পরিবার নিয়ে রাজশাহী যেতে ছিলাম। ট্রেন আসতে বিলম্ব হওয়ার সুযোগে কিছু কিশোররা প্লাটফর্মের বেঞ্চে বসে বাজে টন করতে ছিল, আমার মেয়ে সাথে থাকায় সম্মানের ভয়ে আমি প্রতিবাদ করতে সাহস পায়নি । এটা দুঃখজনক।
সন্ধ্যা পর উভয় প্লাটফর্মে কিশোরদের আড্ডা, মাদক সেবন ও বিক্রি চোখে পড়ে। পকেট মারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অবিলম্বে বাউন্ডারি নির্মাণ এবং কিশোর গ্রুপ, ইভটিজার গ্রুপ, পকেট মার এবং মাদকসেবিদের হাত থেকে ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্ম রক্ষায় রেলওয়ে পুলিশ, ভেড়ামারা থানা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ মে ২০২৩