Print Date & Time : 12 May 2025 Monday 10:56 pm

ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রলীগ (জাসদ) এর সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রলীগ (জাসদ) শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. জয় হোসেন কে সভাপতি, তাসাউফ রহমান তৌফিক কে সাধারণ সম্পাদক ও শাহরিয়ার আহমেদ মিঠুন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। গতকাল সোমবার বেলা ১১ টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিওন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক
আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা জাতীয় যুবজোটের সহ-সভাপতি ও পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মুক্তাসির রহমান মীর্জা, যুবজোট নেতা মোস্তাফিজুর রহমান শোভন, ইয়ামিন খাঁন সহ জাসদ, যুবজোট, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,৩০ জানুয়ারি ২০২৩