Print Date & Time : 29 July 2025 Tuesday 11:44 pm

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় নবাগত সাড়ে চারশো কলেজ শিক্ষার্থীকে বরণ করে নিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকারি মহিলা কলেজ।

গতকাল বুধবার সকাল ১০ টার নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপাধ্যক্ষ আনিছুর রহমান প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৩