Print Date & Time : 5 July 2025 Saturday 12:26 pm

ভোটকেন্দ্র পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল ৫ জানুয়ারী ২০২২ তারিখ কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া ৫ জানুয়ারি, ২০২২ তারিখ বুধবার কুষ্টিয়া জেলার সদর উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ এর আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করার লক্ষ্যে পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মোঃ খাইরুল আলম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন হওয়ার জন্য কাজ করেছে কুষ্টিয়া জেলা পুলিশ । দিনব্যাপি আন্তরিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যালট, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জনাব খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া। পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়াসহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরালস কাজ করে যাচ্ছে জেলা পুলিশ কুষ্টিয়া। উল্লেখ্য ০৫ জানুয়ারী সকাল ৮ টায় কুষ্টিয়া সদর উপজেলায় (কুষ্টিয়া এবং ইবি থানায়) একযোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং কোন প্রকার বিরতী ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে।ভোটার উপস্থিতি এবং এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্ট সকালেই সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও কুষ্টিয়া ও ইবি থানা এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচনের কাজে নিয়জিত থেকে ভোট কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া ও ইবি থানা, কুষ্টিয়া, মেহেরপুর জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যসহ আনসার সদস্যবৃন্দ।