গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এড. আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, জনগণের ভালবাসায় ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী হয়ে জনপ্রতিনিধিত্ব করছি। এর মধ্যে ১৫ বছর যাবত গাজীপুর-১ আসনের নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিত্ব করছি। যারা আমার বিষয়ে মিথ্যাচার করছেন, তাদের কথা আমলে নেওয়ার প্রয়োজন বোধ করি না। কারণ আমি এলাকায় ব্যাপক সময় দিয়েছে, ব্যাপক উন্নয়ন করেছি। আমার বিশ্বাস জনগণ ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারদের দাঁতভাঙা জবাব দিবেন।
গতকাল রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় জবাবদিহিতা সৃষ্টির লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকীর আয়োজনে মতবিনিময় সভায় গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ্যাড আজমতউল্লাহ খান, সুপ্রীম কোর্টের এডভোকেট সফিকুল ইসলাম বাবুল, গাজীপুর-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ গাজীপুর ও কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং দলীয় নেতাকর্মী ও নৌকার সমর্থকরা।
রুবেল//সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৪,২০২৩//

Discussion about this post