Print Date & Time : 10 September 2025 Wednesday 12:30 pm

ভোটে হারার ভয়ে একটা দল আ.লীগকে নিষিদ্ধ চায় না

ইরফান উল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই আন্দোলনের কাণ্ডারী হাসনাত আব্দুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের প্রায় ১বছর পার হয়ে গেলেও আওয়ামীলীগের বিচার হচ্ছে না। সরকারের কাছে তাদের নিষিদ্ধের দাবি করলে তখন কিছু দল আওয়ামীলীগের নিষিদ্ধের দাবি থেকে সরে যাচ্ছে। ঐ সকল দল আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, গণহত্যার বিচার চায় না কারণ এতে হয়তো তাদের ভোট কমে যাবে। স্বৈরাচার আওয়ামীলীগ যে গণহত্যা করেছে তার বিচার হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের সর্বোচ্চ দিয়ে এই দাবি বাস্তবায়ন করবে।

রোববার ( ৪ মে ) রাতে গাজীপুরে জুলাই আন্দোলনের অগ্রনায়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ‍্য সংগঠক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এস এম সুইট এ কথা বলেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বৈবিছাআ ইবি শাখার সমন্বয়ক এস.এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মাহমুদ মন্ডলসহ শতাধিক শিক্ষার্থী।

তিনি আরও বলেন, কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি দল বৈষম্য বিরোধীদের নিয়ে যে বিবৃতি দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।