Print Date & Time : 6 July 2025 Sunday 2:42 pm

ভোট বর্জনের আহবানে কুষ্টিয়ায় ছাত্রদলের লিফলেট বিতরণ

এক দফা দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলনে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে কুষ্টিয়াতে ছাত্রদল লিফলেট বিতরণ করেছে।

শুক্রবার বিকালে শহরের বিভিন্ন  এলাকায় সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সেসময় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব মারুফ হাসান পিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান ও লিফলেট বিতরণ করেন।

৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করতে হবে এমনকি সকলকে ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহবান জানান বিএনপি নেতারা।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ ডিসেম্বর ২০২৩