খুলনার ডুমুরিয়ার চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে পিলারে আঘাত প্রাপ্ত হয়ে নাসির উদ্দীন মোল্যা নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশুটির মৃত্যু হয়।
শিশু নাসির উদ্দীন মোল্যা উপজেলার উত্তর চাকুন্দিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলী মোল্যার ছেলে। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, শিশুটির চাচা শনিবার সন্ধ্যায় ভ্যান চালিয়ে বাড়ির উঠানে এনে রাখেন। এসময় শিশুটি সকলের অগোচরে ভ্যানের সিটের উপরে উঠে ভ্যানটির পিকআপ ধরা মাত্রই ভ্যানটি দ্রুত গতিতে গড়তে শুরু করে। এসময় শিশটির হাত থেকে ভ্যানের হ্যান্ডেল ছাড়িয়ে ঘরের পিলারে ধাক্কা লেগে শিশুটি মাথায় আঘাত প্রাপ্ত হয়।
তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। রাতেই জানাযা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সর্বশেষ শিশুটির অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৭,২০২২//