Print Date & Time : 22 April 2025 Tuesday 11:51 am

ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড

হাটহাজারীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার আমানবাজার এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।

এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় আমান বাজারের সাত দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের নিদের্শনা অনুসারে উপজেলার আমানবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং ও এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা ও পাইকারের নিকট হতে ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় উল্লেখিত এলাকার আলিফ জেনারেল স্টোরের রবিউলকে ১০ হাজার, মালঞ্চ ফুড এর শওকত কে ২ হাজার , ফোরকান স্টোরের সেলিমকে ১০ হাজার, আমান স্টোরের মোঃ সোলাইমান কে ৫ হাজার, ইদ্রিস স্টোরের মোঃ ইকবালকে ৫ হাজার, হেদায়েত মাংস বিতানের মোঃ হেদায়েতকে ৫ হাজার, হাশেমী স্টোরের আমজাদ হোসেনকে ১০হাজার টাকাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। ৭টি দোকানে আরোপিত ওই জরিমানার টাকা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সময় সাথে থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।