Print Date & Time : 27 July 2025 Sunday 5:46 pm

মঞ্জুরুল ইসলামের পরিবারের পাশে হাবিপ্রবি কর্মচারীরা

প্লাবন শুভ, দিনাজপুর প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২১ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাড়ীচালক (মাস্টাররোল) প্রয়াত মঞ্জুরুল ইসলামের অকাল মৃত্যুতে তার অসহায় পরিবারকে সহযোগিতার উদ্যোগ নিয়েছে হাবিপ্রবি’র মাস্টাররোল কর্মচারীরা।

গতকাল সোমবার বেলা ১২টায় সকল মাস্টাররোল কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান ৪৯ হাজার টাকার একটি চেক এ বিশ^দ্যিালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রয়াত মঞ্জুরুল ইসলামের সহধর্মিনীর হাতে তুলে দেন। তিনি মঞ্জুরুল ইসলামের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মফিজউল ইসলামসহ হাবিপ্রবি’র মাস্টাররোল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।