কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড এর পণ্য তৈরির কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল।
শনিবার বিকেলে তিনি কারখানার বিভিন্ন সেক্টর ঘুরে ঘুরে দেখেন।
তিনি বলেন, বেসরকারি শিল্পখাতের জন্য সরকার অনুকূল পরিবেশ তৈরি করেছে।
এছাড়াও সরকার দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে। এখানকার এই প্রতিষ্ঠান অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছে। দেশের বিপুল অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য কলকারখানাকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে কারখানা চত্বরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আহমেদ জামাল পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড এর চেয়ারম্যান আকরাম হোসেন বাবু।
এসময় কুষ্টিয়ার বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ক্রেতা সাধারণের চাহিদার কথা চিন্তা করে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লিমিটেড বাজারে নিয়ে এসেছে আধুনিক মানের বাহারি ডিজাইনের র্বোড সামগ্রী। এই মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং এর উৎপাদনকৃত বোর্ড এখন দেশসেরা উল্লেখ করে কতৃপক্ষ জানান, এখানকার উৎপাদিত বোর্ড এখন তৈরী হচ্ছে আরও উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে যা কিনা বিশ্বমানের বোর্ড। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্যের মানের দিক থেকে একেবারেই আপোষহীন। শীঘ্রই বহিঃর্বিশ্বেও রপ্তানি করা হবে বলে আশা ব্যাক্ত করেছেন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।
দৈনিক দেশতথ্য//এল//