গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর কলেজের শিক্ষক মিলনায়তনে মডেল কলেজ প্রকল্প ও পরীক্ষা ব্যবস্থাপনা’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান।
দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর, ভাইস-চ্যান্সেলর দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় মতামত তুলে ধরেন, খলিসাকুন্ডি কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, ড. মোহাম্মদ. ফজলুল হক গার্লস কলেজের অধ্যক্ষ নাসরিন আফরোজ, মথুরাপুর পিপলস কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, দৌলতপুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. আমিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান মো. ওহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাজেদা খাতুন, মথুরাপুর পিপল্স কলেজের সহকারী অধ্যাপক মো. আক্তার হোসেন ও খলিসাকুন্ডি কলেজের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল সহ কর্মশালায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষকবৃন্দ।
কর্মশালা চলাকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার উপস্থিত হন এবং তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমানে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এঁর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
কর্মশালাল আগে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান দৌলতপুর কলেজে পৌঁছালে তাঁকে বরণ করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। পরে কলেজ চত্বরে বৃক্ষ রোপন করেন এবং অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এরপর তিনি কর্মশালায় যোগ দেন। কর্মশালা শেষে কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন।
বা//দৈনিক দেশতথ্য// ১০ নভেম্বর ২০২২//