নিজস্ব প্রতিনিধি (যশোর)
মটরশুটি ক্ষেতে প্রতিদিন এসে শষ্য খেয়ে সাবাড় করে দিচ্ছে পোশা কবুতর। তাই ক্ষেত মালিকের বিষ প্রয়োগে প্রায় ৪০০ কবুতর হত্যার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামে।
খেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই ৪০০ কবুতরগুলো মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় ওই খেত মালিক সাজ্জাতের কোনো আফসোস নেই বলে জানিয়েছেন তিনি। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, উপজেলার মুক্তারপুর তালসারি তেঁতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই খেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে।
তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে।এ ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন তারা।
জানতে চাইলে খেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন ,লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, কবুতরকে মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post