Print Date & Time : 1 August 2025 Friday 9:04 pm

মণিরামপুরে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত জাহাঙ্গীর আলম (৩১) মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের পাড়িয়াড়ি গ্রামের সাবেক মেম্বর নুরুল ইসলামের ছেলে।

নিহতের শ্বশুর ইউপি সদস্য মফিজুর রহমান জানিয়েছেন, তার জামাতা জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ থেকে মাস্টার্স পরিক্ষা শেষ করে, ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।
বৃহস্পতিবার রাতে ছুটি নিয়ে জাহাঙ্গীর বাড়িতে আসতেছিল বলে রাত দেড়টার দিকে গাড়িতে আছে বলে তাকে জানায়।
সকালে তার মোবাইলে একাধিকবার কল দিলে সেটা বন্ধ পাওয়া যায়। এরপর সাতনল এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। তবে নিহতদের গাঁয়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

দৈনিক দেশতথ্য//এইচ//